Select Page

অবশেষে শাকিবের নায়িকা নুসরাত ফারিয়া, তাও জাজের বাইরে!

অবশেষে শাকিবের নায়িকা নুসরাত ফারিয়া, তাও জাজের বাইরে!

জাজ মাল্টিমিডিয়ার তিন সিনেমায় অভিনয় করলেও ওই প্রতিষ্ঠানের নিয়মিত নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা যায়নি শাকিব খানকে। এবার জাজের বাইরের প্রতিষ্ঠানের সিনেমায় জুটি হচ্ছেন তারা। আর এর মাধ্যমে বছর দেড়েক পর নির্দেশনায় ফিরছেন শামীম আহমেদ রনি।

নতুন এ ছবির নাম ‘শাহেনশাহ’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

রোববার সন্ধ্যায় নুসরাত ফারিয়ার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রথম আলোকে এমনটা জানান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এই ছবিতে শাকিবের বিপরীতে নুসরাত ফারিয়া ছাড়া আরও একজন নায়িকা অভিনয় করবেন।

শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ভেবেই ভীষণ রোমাঞ্চিত নুসরাত ফারিয়া। তিনি বললেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কিছুটা মানসিক চাপ অনুভব করছি। কারণ তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারব তো!’

এদিকে শাকিব খান বলেন, ‘অভিনয় দিয়ে নুসরাত ফারিয়া এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছে। আমিও অন্য নায়িকাদের নিয়ে কাজ করতে চাই। কারণ দর্শক আমার সঙ্গে নতুন মুখ দেখতে চান। তা ছাড়া আমি চাই, আমাদের চলচ্চিত্রে নতুনেরা আসুক।’

‘শাহেনশাহ’র মহরত হবে ২৭ আগস্ট। ঈদুল আজহার পর দৃশ্যায়ন শুরু হবে। শুরুতে কাজ হবে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে।


মন্তব্য করুন