Select Page

অবশেষে সিনেমায় চুক্তিবদ্ধ পূর্ণিমা, প্রযোজনায় মান্নার প্রতিষ্ঠান

অবশেষে সিনেমায় চুক্তিবদ্ধ পূর্ণিমা, প্রযোজনায় মান্নার প্রতিষ্ঠান

পূর্ণিমা এবার সত্যি সত্যি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। ‘জ্যাম’ শিরোনামের ছবিটি প্রযোজনা করছে প্রয়াত নায়ক মান্নার গড়া প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র। পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্প থেকে ‘জ্যাম’-এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

পরিচালক নেয়ামূল প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতে পূর্ণিমার সঙ্গে চুক্তি হয়ে গেছে। ছবিতে তাকে জনপ্রিয় একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

‘জ্যাম-এর শুটিং শুরু হবে অক্টোবরে। পূর্ণিমার নায়ক প্রসঙ্গে নেয়ামূল জানান, একজন জনপ্রিয় নায়কের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আগস্টের মাঝামাঝিতে ওই নায়কের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে আটটি ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ছিল ‘লুটতরাজ’। সর্বশেষ তৈরি হয় ‘পিতা-মাতার আমানত’ ছবিটি। মান্না মারা যাওয়ার পর এই প্রতিষ্ঠান থেকে আর কোনো ছবি তৈরি হয়নি। তবে সম্প্রতি পরিচালক মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবির পরিবেশনার কাজ করেছে কৃতাঞ্জলি। বর্তমানে প্রতিষ্ঠানটির দেখভাল করছেন মান্নার স্ত্রী শেলী মান্না।

এদিকে ‘জ্যাম’-এর আগে পূর্ণিমার কয়েকটি ছবিতে অভিনয়ের খবর শোনা গেছে। ‘গাঙচিল’ নামে এই ছবির পরিচালকও নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে। নির্মাতা জানান, ৩ আগস্ট ছবির প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পী পূর্ণিমা ও ফেরদৌসের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। একই সময়ে সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এছাড়া একই জুটিকে দেখা যেতে পারে শাহরিয়ার নাজিম জয়ের ‘হঠাৎ বৃষ্টির পরে’ সিনেমায়।


মন্তব্য করুন