Select Page

অবশেষে সিনেমায় প্রভা

অবশেষে সিনেমায় প্রভা

ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘মনপুরা’য় অভিনয়ের সবকিছু চূড়ান্ত হয়েছিল। কিন্তু শুটিং শুরুর ১০ দিন আগে প্রভা জানান, ছবিটি করছেন না। পরে এ নিয়ে আক্ষেপও করেছেন। এবার প্রথম আলো জানাচ্ছে, বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ মডেল ও টিভি অভিনেত্রীর।

সিনেমাটি বানাচ্ছেন ছোটপর্দার পরিচিত নির্মাতা অঞ্জন আইচ। প্রাথমিকভাবে ছবির দুটি নাম ভাবছেন ‘রূপবতী’ ও ‘জলছবি’। আর নায়ক হিসেবে থাকবেন ফেরদৌস।

ছবির গল্প প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘নারীবাদী গল্প। গ্রামীণ থ্রিলার ধাঁচের গল্প হবে এই ছবির প্রধান শক্তি। আমার বিশ্বাস, গল্পটাই দর্শককে ধরে রাখবে।’

প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘ছবির জন্য ছয় বছর ধরে প্রস্তুতি নিয়েছি। অবশেষে শুরু করতে যাচ্ছি। তিন মাস ধরে প্রি-প্রোডাকশন করছি। হাতে সময় আছে এক মাস। ভালো কিছু করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

ফেরদৌস-প্রভা ছাড়াও অন্য অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ। এই ছবিতে গান থাকবে চারটি।


মন্তব্য করুন