Select Page

অবশেষে স্বনামে সিনেমা বানাচ্ছেন চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু

অবশেষে স্বনামে সিনেমা বানাচ্ছেন চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে ছবি নির্মাণ করতে যাচ্ছেন জেড এইচ মিন্টু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এ চিত্রগ্রাহক জানান, এর আগে অন্যের সিনেমা বেনামে নির্মাণ করলেও এবার স্বনামে অভিষেক হচ্ছে তারা।

মিন্টুর ‘ক্ষমা নেই’ নামের ছবিটি ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে।

কালের কণ্ঠকে মিন্টু বলেন, ‘আমি এর আগে বেনামে অনেক ছবি নির্মাণ করেছি। তবে এবারই প্রথম নিজের নামে পরিচালনা করব। সব কিছু ঠিক থাকলে জুলাইয়ে ছবির পাত্র-পাত্রী চূড়ান্ত করে আগস্টে শুটিংয়ে যাব।’

ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে।

এ প্রসঙ্গে মিন্টু বলেন, ‘মারুফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি সুন্দর একটি গল্প দিয়েছেন বলেই সরকার অনুদান দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প তুলে ধরব।’

 ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।


মন্তব্য করুন