Select Page

অভিনেত্রী নাগমা আর নেই

অভিনেত্রী নাগমা আর নেই

94247_e3চলচ্চিত্র অভিনেত্রী নাগমা আর নেই। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার দক্ষিণখানের নিজ বাসায় ইন্তিকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিএমডিবি পরিবার।

নাগমা খলনায়িকা হিসেবে অসংখ্য ছবিতে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামী গ্রেফতার’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ ইত্যাদি।

নাগমার ভাল নাম সালমা আক্তার লিনা। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন। তার ছোট ভাই জানিয়েছেন, গতকাল বাদ আসর জানাজা শেষে ইব্রাহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বোনের আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নাগমার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির পক্ষে সহসভাপতি ওমর সানি নাগমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

মানব জমিন অবলম্বনে।

 


মন্তব্য করুন