Select Page

অভিনেত্রী রীতা চক্রবর্তীর সাহায্যের আবেদন

অভিনেত্রী রীতা চক্রবর্তীর সাহায্যের আবেদন

62631_e6চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট অভিনেত্রী রীতা চক্রবর্তী পক্ষাঘাতে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ ১৮ মাস ধরে তিনি অসুস্থ। সুচিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন তিনি।

জনপ্রিয় ছবি ‘মালেকা বানু’, ‘আজ তোমার কাল আমার’, ‘শাহজামাল’, ‘নাগিনী কন্যা’, ‘তুফান মেইল’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘রসিয়া সুন্দরী’, ‘মালেকা সুন্দরী’, ‘ওমর আকবর’ এবং আলোচিত মঞ্চনাটক ‘হীরা চুনি পান্না’, ‘সুবচন নির্বাসনে’, ‘এখনও দুঃসময়’, ‘এক মুঠো অন্ন চাই’, ‘একটি পয়সা’, ‘সিঁদুর নিও না মুছে’, ‘গরিবের ছেলে’, ‘পাকা রাস্তা’ ইত্যাদির অভিনেত্রী রীতা চক্রবর্তী তার সুচিকিৎসা এবং জীবন ধারণের জন্য হৃদয়বান সবার সাহায্য চেয়েছেন। রীতা

চক্রবর্তীকে সাহায্য পাঠানোর ঠিকানা- রীতা চক্রবর্তী, হিসাব নং-১০৫১০১৮৬১৮৪, ডাচ-বাংলা ব্যাংক লি., মতিঝিল শাখা।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন