Select Page

অভিনয়শিল্পী খুঁজছেন মান্নান হীরা

অভিনয়শিল্পী খুঁজছেন মান্নান হীরা

indexপ্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নাট্যকার মান্নান হীরা। ছবির নাম ‘একাত্তরের ক্ষুদিরাম’।

জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এ ছবিতে প্রতিষ্ঠিত শিল্পীর পাশাপাশি অভিনয় করবেন নবাগতরাও।

ছবির গল্পের প্রয়োজনে নির্মাতা মান্নান হীরা ১৪ থেকে ২০ বছর বয়সী শিল্পী খুঁজছেন। আগ্রহী ছেলেমেয়েদের ৩০ জুনের মধ্যে যোগাযোগ (০১৬৮৮৮৩৩৭৫০, ০১৭১৪৩০০৭৯৩ নম্বরে) করতে হবে।

এর আগে মান্নান হীরা ‘গরমভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেন।

সুত্র: সমকাল


মন্তব্য করুন