Select Page

অভিযুক্ত ফুল অ্যান্ড ফাইনাল

অভিযুক্ত ফুল অ্যান্ড ফাইনাল

1098192_569696543072422_311927564_n-550x450ঈদের ছবিগুলোর অন্যতম মালেক আফসারী পরিচালিত ফুল অ্যান্ড ফাইনাল। সবার্ধিক হলে চলছে ছবিটি। ধারণা করা হচ্ছে ব্যবসার দিক থেকে শীর্ষ স্থানে থাকবে। কিন্তু এরমধ্যেই ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ এসেছে।

ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু

শাকিব খান ববি প্রথমবারের মতো জুটি বাধার কারণে ছবিটি বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু কাহিনী নকল হবার কারণে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছবিটি নিয়ে তীর্যক মন্তব্য শোনা যাচ্ছে। বলা হচ্ছে, সামান্য পরিবর্তন ছাড়া কেরিয়ান ছবি ডেইজি-র হুবুহু নকল। এছাড়া তামিল একটি গানকে নকল করার অভিযোগও আনা হয়েছে।

বিএমডিবি-তে একজন পাঠক অভিযোগ করে মন্তব্য করেন-কাহিনি পড়ে মনে হচ্ছে কোরিয়ান ডেইজি সিনেমার কপি , অথচ পরিচালক ঘোষনা দিলেন, বিদেশি সিনেমা নকল করে তিনি সিনেমা বানান না। দর্শকদের বোকা পাইছে নাকি!!


মন্তব্য করুন