Select Page

অমানুষ: প্রথম সপ্তাহের টিকিটের টাকা পাবে বন্যাদুর্গতরা

অমানুষ: প্রথম সপ্তাহের টিকিটের টাকা পাবে বন্যাদুর্গতরা

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। প্রায় ৪০ মানুষ আটক এ দুর্যোগে। এই সংকটে একটি উদ্যোগ নিলো শুক্রবার মুক্তি পাওয়া সিনেমা ‘অমানুষ’ টিম! খবর চ্যানেল আই অনলাইন।

বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তারা। এ সিনেমার নায়ক নিরব জানান, ‘প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকেট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি। যারা পাশে থাকতে চায় এখনই সময় এগিয়ে আসার।’

নিরব আরও বলেন, সিলেট অঞ্চলের মানুষ সিনেমাপ্রেমী। আগের ছবিগুলোর মাধ্যমে দেখেছি তারা যে কোনো ছবি মুক্তি পেলে হলে এসে দেখেন। কিন্তু বন্যার মতো খারাপ সময়ে তারা অসহায়। তাদের পাশে দাঁড়াতে আমরা ‘অমানুষ’ টিম এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নিয়েছি।

নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। ছোট ছোট সহায়তার মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ মুক্তি পেয়েছে ৪১টি সিনেমা হলে। নিরব ছাড়াও এতে অভিনয় করেন মিথিলা, রাশেদ মামুন অপু, নওশাবা, মিশা সওদাগর প্রমুখ।


মন্তব্য করুন