Select Page

অমৃতার অপেক্ষায় বড়পর্দা

অমৃতার অপেক্ষায় বড়পর্দা

70054_e4বড়পর্দায় এখনো অমৃতার কোন ছবি মুক্তি পায় নি। মডেলিং থেকে আসা এই সম্ভাবনাময় অভিনেত্রী এ সময়ে বেশ আলোচনায় আছেন। এরমধ্যে তিনি শেষ করেছেন একটি ছবির কাজ, আরেকটি ছবির কাজ করছেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গেইম’ মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি পরিচালনা করছেন রয়েল অনিক। ছবিতে অমৃতার নায়ক নিরব। শোনা যাচ্ছে ছবিটি আগামী কোরবানি ঈদে শুনেছি ছবিটি মুক্তি পাবে। এ ছবির দর্শক প্রতিক্রিয়া বুঝেই তিনি এগোতে চান।

তার হাতে থাকা অন্য ছবিটি হলো সালমান শাহমৌসুমী জুটির জনপ্রিয় চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’র রিমেক। ছবিটি পরিচালনা করছেন আতিক রহমান। এ ছবিতেও অমৃতার নায়ক নিরব।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন