Select Page

‘অর্পিতা’র প্রধান চরিত্রে ছন্দা

‘অর্পিতা’র প্রধান চরিত্রে ছন্দা

golam-farida-chandaছোটপর্দার নিয়মিত অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাকে দেখা যাবে বড়পর্দায়।

অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের কাহিনী ও নির্দেশনায় নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ‘অর্পিতা’।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন ছন্দা।

চলতি মাসের শেষ সপ্তাহে ‘অর্পিতা’র শুটিং শুরু হবে।

ছন্দা মানবজমিনকে জানান, ‘অর্পিতা’ এক নারীর জীবন যুদ্ধের গল্প। গল্পটা যেমন অসাধারণ ঠিক তেমনি চরিত্রটিও ভালো লাগার মতোই।

তিনি আরো বলেন, ‘আমার খুব ভালো লাগছে এই ভেবে যে, অবশেষে একটি মনের মতো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এখন আমাদের পুরো টিমের সম্মিলিত প্রয়াস আমাদের কাজটাকে কতো দূর নিয়ে যেতে পারে তাই দেখার বিষয়।’

এদিকে নির্মাতা জয় বলেন, ‘চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। গল্পের প্রয়োজনেই তাকে নেয়া এবং আমি খুব আশাবাদী ছন্দা খুব ভালোভাবেই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।’

‘অর্পিতা’ হতে যাচ্ছে জয়ের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেন ‘প্রার্থনা’। সামাজিক বক্তব্যধর্মী ওই সিনেমায় মৌসুমী নাগ-সহ ছোটপর্দার কয়েকজন তারকাকে দেখা যায়।

মাঝে ‘বদ্ধ দরজা’ শিরোনামের সিনেমার ঘোষণা দিয়েও লোকেশনে যায়নি এখনো। ওই সিনেমায় দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত পূর্ণিমার কামব্যাকের কথাও শোনা গিয়েছিল।

এবার দেখার বিষয়, জয়ের পরিচালনায় ছন্দার অভিষেক কথাটা সাড়া জাগাতে পারে।


মন্তব্য করুন