অসাধারণ গানে আত্মপ্রকাশ করল ‘গহীন বালুচর’, দেখুন-অপরকে জানান
ভালোবাসার নৌকায় ভেসে কেউ পাড়ি দিতে চায় অসীম পথ, কেউবা আবার ঘর বাঁধে ভালোবাসার। মনের মানুষটিকে কেউ পুষে রাখে মনের খাঁচায়, কেউবা বেঁধে রাখতে চায় চুলের খোঁপায়! – এমনই অনেক স্বপ্ন দিয়ে রাঙ্গানো দু’টি মনের ভালোবাসার আকুতিমাখা গান “ভালোবাসায় বুক ভাসাইয়া”।
পরিচালক বদরুল আনাম সৌদ এর লেখা এবং ইমন সাহার সুর ও সঙ্গীতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার এবং দিনাত জাহান মুন্নীর গাওয়া “গহীন বালুচর” চলচ্চিত্রটির প্রথম গান “ভালোবাসায় বুক ভাসাইয়া”।
সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। চমৎকার কথা, সুর, গায়কীতে দুর্দান্ত লোকেশনে চিত্রায়িত গানটি আপনার পছন্দ হবে নিশ্চিত।
চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’-এর মূল তিনটি চরিত্র এক তরুণ ও দুই তরুণী। তারা হলেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুন।
৯ জুলাই কোনও কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।