Select Page

অসুস্থ দিতি ঢাকায় ফিরলেন

অসুস্থ দিতি ঢাকায় ফিরলেন

12509786_814986018627517_5164894215428942899_nসংকটাপন্ন শারীরিক অবস্থায় ঢাকায় ফিরলেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা পারভীন সুলতানা দিতি। অনেক দিন ধরে তিনি ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে প্রায় তিন মাস পর ছেলে শাফায়াত ও মেয়ে লামিয়াসহ ঢাকায় ফিরেছেন দিতি। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানব জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান

তিনি শুক্রবার বিকালে বলেন, ‌‘মাত্র শুনলাম তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে। চেন্নাই যাওয়ার আগে আমি তাকে যেমন খারাপ অবস্থায় দেখেছি, বর্তমানে সেরকমই আছেন বলে খবর পেয়েছি। আমরা শিল্পীরা সবাই সময় করে তাকে দেখতে যাবো। তার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল।’

২০১৫ সালের ২৯ জুলাই চেন্নাইয়ের এমআইওটিতে দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। এরপর ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। আবারও অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।


মন্তব্য করুন