Select Page

অস্কারের রিমাইন্ডার তালিকায় গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’

অস্কারের রিমাইন্ডার তালিকায় গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’

গাজী রাকায়েতেরগোর’ ছবির ইংলিশ ভার্সন ‘দ্য গ্রেভ’ অস্কার রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিযোগিতার জন্য ২৭৬টি ছবির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে স্থান পেয়েছে ‘দ্য গ্রেভ’। ভোটাভুটির মাধ্যমে সেরা ছবির জন্য ১০টিসহ প্রায় ২০টি ক্যাটাগরিতে পাঁচটি করে সিনেমা মনোনয়ন পাবে। অর্থাৎ রিমাইন্ডার লিস্টের ২৭৬টি ছবি থেকে প্রায় ১২০টি ছবি চূড়ান্ত মঞ্চে দেখা যাবে।

চলতি বছর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে মোট ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কারগুলো।

গাজী রাকায়েত সংবাদমাধ্যমকে বলেন, ‘ছবিটি ভোটাভুটির জন্য নির্বাচিত হয়েছে। সারাবিশ্বের অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। প্রত্যেক ভোটারের কাছে এ ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা ম্যাক্সিমাম ভোট পাবে, তারা পুরস্কারের জন্য মূল পর্বে অংশ নেবে। আমার জানামতে, বাংলাদেশ থেকে এর আগে এতটা উঁচুতে কোনো ছবি যায়নি।’

আরও বলেন, ‘অবশ্য আমরা সব ক্যাটাগরিতে ‘দ্য গ্রেভ’ সাবমিট করিনি। কারণ আমাদের ছবিতে স্পেশাল ইফেক্টস-এর মতো কিছু বিষয় নেই। ১২-১৪টির মতো বিভাগে লড়াইয়ের জন্য নাম দিয়েছি। এর মধ্যে আছে বেস্ট অ্যাক্টর মেইন রোল, বেস্ট অ্যাক্ট্রেস মেইন রোল, সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি।‘

গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত। মূলও চরিত্রে আছেন রাকায়েত। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। আন্তর্জাতিকভাবেও ছবিটি মুক্তি দেওয়ার জন্য দুই ভাষায় নির্মাণ করা হয়। যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত।

সরকারি অনুদানে নির্মিত ছবিটির পরিবেশনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, শামীম তুষ্টি, মামুনুর রশীদ, দিলারা জামান, এস এম মহসিন ও কাজী আনিসুল হক বরুণ।

এদিকে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’ সরাসরি প্রতিযোগিতায় অংশ নিলেও বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি ভাষার ছবি বিভাগে পাঠানো হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি আগেই বাদ পড়েছে অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে।


মন্তব্য করুন