Select Page

অস্তিত্ব বাঁচাতে সায়মনের চ্যালেঞ্জ

অস্তিত্ব বাঁচাতে সায়মনের চ্যালেঞ্জ

78215_e1আচরণে অসন্তুষ্ট হয়ে জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক জাকির হোসেন রাজু সায়মনকে বাদ দেন তাদের বেশ ক’টি ছবি থেকে।  জাজের পক্ষ থেকে বলা হয়, সাইমনকে নিয়ে যদি কেউ ছবি নির্মাণ করে সেই ছবির মুক্তির সময়ে জাজের কোন সহযোগিতা থাকবে না। আর তাতেই বিভিন্ন প্রযোজক-পরিচালক সাইমনকে নিয়ে ছবি নির্মাণে গুটিয়ে যান। কিন্তু থেমে থাকেননি সাইমন। একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন।

এ যেন জাজকে চ্যালেঞ্জ দেয়া। এ বিষয়ে সাইমন বলেন, এটি জাজকে চ্যালেঞ্জ দেয়া নয়। এটি নিজের অস্তিত্বের জন্যই চ্যালেঞ্জ হিসেবে নেয়া। নিজেকে বাঁচাতেই এখন একের পর এক ছবিতে অভিনয় করছি।

সাইমন বর্তমানে অভিনয় করছেন রাজু চৌধুরীর পরিচালনায় ‘জান দেবো তোমাকে, দেবো না’ ছবির।

এই ছবি ছাড়াও সাইমন অভিনয় করছেন আরো হাফডজন নতুন চলচ্চিত্রে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, ‘এক মিনিট’, এজে রানার ‘বন্ধুর লাগিয়া পরাণ কান্দেরে’ ও অজান্তে ভালোবাসা, তোমার কাছে ঋণী, শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’ প্রভৃতি।

এদিকে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে নিয়মিত ছবিতে অভিনয় প্রসঙ্গে এবং ছবি মুক্তির সময়ে নির্মাতারা তাকে নিয়ে ঝামেলায় পড়লে অবস্থাটা কী দাঁড়াবে তা নিয়ে সায়মন বলেন, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমি এটুকু বলবো, আমাকে নিয়ে যারা ছবি নির্মাণ করছেন তারা অতটা মূর্খ নয় যে, ছবি মুক্তির বিষয়টি না বুঝেই কাজ করবেন। আমি জেনেছি চলচ্চিত্রে সুস্থ ও স্বাভাবিক বিষয়টিই বরাবর জয়ী হয়েছে। দর্শক গ্রহণ করলে কেউ দমিয়ে রাখতে পারবে না। ইতিহাস তা-ই বলে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন