Select Page

অ্যাকশন জেসমিনের আইটেম গানে ববি

অ্যাকশন জেসমিনের আইটেম গানে ববি

Action-Jasmine-8আবেদনময়ী নায়িকা ববিকে নিয়ে ইফতেখার চৌধুরী বানাচ্ছেন অ্যাকশন জেসমিন। ছবিতে ববি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার একটি আইটেম গানেও পারফর্ম করেছেন ববি। সম্প্রতি সেই আইটেম গানটি মুক্তি দেয়া হয়েছে অনলাইনে। বিএমডিবি-র পাঠকদের জন্য গানটি এখান দেয়া হল।


মন্তব্য করুন