Select Page

অ্যানিমেল-মানুষের ব্যর্থতার পর বাংলাদেশে ‘ডানকি’

অ্যানিমেল-মানুষের ব্যর্থতার পর বাংলাদেশে ‘ডানকি’

বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তি আর অনন্য মামুনের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট ও গোলাম কিবরিয়া লিপু কিবরিয়া ফিল্মস এখন সমার্থক। কিছুদিন আগে এ বিষয়ে সিন্ডিকেটের অভিযোগ এনে পাত্তা পায়নি জাজ মাল্টিমিডিয়া। এবার শাহরুখ খান অভিনীত ‌‘ডানকি’ আসতে যাচ্ছে অনন্য মামুনের হাত ধরে।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ডানকি।’ আজ সোমবার (১৮ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন অনন্য মামুন।

২১ ডিসেম্বর খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার চেষ্টা করছেন অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি।

অনন্য মামুন বলেন, ‘আজ সোমবার ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাব। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে।’

এদিকে শাহরুখের পাঠানে মোটামুটি ও জাওয়ান পরিবেশনা করে তুমুল সাফল্য পেয়েছেন অনন্য মামুন। যদিও কত অর্থ আয় করেছেন ও ভারতীয়রা কত নিয়ে গেছে তা স্পষ্ট নয়। তবে সর্বশেষ দুই আমদানি অ্যানিমেল ও মানুষ ততটা বাজার ধরতে পারেনি। ‘অ্যানিমেল’ মাল্টিপ্লেক্সগুলোতে মন্দের ভালো হলেও পশ্চিমবঙ্গের ‘মানুষ’ পাত্তাই পাচ্ছে না বলে খবর।


মন্তব্য করুন