Select Page

ফের বৃহস্পতিবারে হিন্দি সিনেমা, এবার ‘অ্যানিমেল’

ফের বৃহস্পতিবারে হিন্দি সিনেমা, এবার ‘অ্যানিমেল’

শুধু ঈদের মৌসুমে দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার ছাড়া অন্যদিন দেশীয় সিনেমা মুক্তি পেয়ে থাকে। কিন্তু বিদেশী সিনেমা নতুন নজির গড়ল। আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে চলবে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। এমনটা জানিয়েছে আমদানিকারক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।

এর আগে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ মুক্তি পেয়েছিল বৃহস্পতিবার। ‘অ্যানিমেল’-এর মতো ‘জাওয়ান’ মুক্তির সঙ্গে জড়িত ছিলেন অনন্য মামুন।

লিপু বলেন, বৃহস্পতিবার দেশের ১৫টি সিনেপ্লেক্সে মুক্তি ছবিটি। শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে চলবে ৩৬টি সিঙ্গেল স্ক্রিনে। মোট অর্ধশতাধিক সিনেমা হলে ছবিটি চলবে।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। বুধবার (৬ ডিসেম্বর) সেন্সর সার্টিফিকেট হাতে পায় আমদানিকারক।

কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, পূর্ণাঙ্গ সিনেমাটি দেখার সুযোগ পাবেন না বাংলাদেশিরা। সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে ২ ঘণ্টা ৫০ মিনিটের একটি ভার্সন। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন ছবিটির।

এদিকে অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। ফলে আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যানিমেল’। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে। পরে আরও হল বাড়বে। এ ছাড়া বৃহস্পতিবার যেসব হলে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, সেগুলোতেও দেখানো হবে।’

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। ছবিটি বাংলাদেশে আমদানি করছে কিবরিয়া ফিল্মস। তারা গেল ২৩ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমতি পায়। তবে বেশ কিছু জটিলতার কারণে সেন্সর বোর্ডে রোববার (৩ ডিসেম্বর) বিকেল নাগাদ তারা ছবিটি জমা দেয়।

সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।

উল্লেখ্য, হল মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গেল এপ্রিলে আগামী দুবছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দেয়। ছবিগুলো আসবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায়। এর আওতায় ইতোমধ্যে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’।


মন্তব্য করুন