Select Page

আঁখির গানে শুরু আলমগীরের সিনেমার গল্প

আঁখির গানে শুরু আলমগীরের সিনেমার গল্প

বড়সড় বিরতির পর আলমগীর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। যৌথ প্রযোজনার এ ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। শুটিংয়ে নামার আগেই ছবিটি রয়েছে ব্যাপক আলোচনায়। বিশেষ করে এই ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে দুই বাংলার শীর্ষ তারকাদের।

তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ করেননি। তার আগেই সংলাপ-চিত্রনাট্য তৈরি করে শুরু করেছেন গানের রেকর্ডিং।

মঙ্গলবার সন্ধ্যায় ‘একটি সিনেমার গল্প’র প্রথম গানের রেকর্ডিং হয় এসআই টুটুলের স্টুডিওতে। আর সেই গানে কণ্ঠ দিয়েছেন আলমগীরের যোগ্য উত্তরসূরি কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। কবির বকুলের কথায় গানটির শিরোনাম ‘আমারই পৃথিবী তুমি একটাই’।

রোমান্টিক ঘরানার এই গানটির সংগীত পরিচালনার পাশাপাশি তার সহশিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল।

আঁখি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘আব্বু তো অনেক বছর পর পরিচালনা করছেন। এর আগে আমি উনার দুটি ছবিতে গান করার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞ যে উনার মতো মানুষের সিনেমায় আবারও গাইবার সুযোগ পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘আব্বুর সঙ্গে কাজ করার ব্যপারটা বরাবরই ডিফরেন্ট। শুধু আমার ক্ষেত্রে না, সবার জন্যই। কারণ, উনি প্রতিটি কাজে যেমন নিখুঁত তেমনই তিনি নিজেও গানে পরমর্শ দিয়ে থাকেন। গানের প্রতিটি শব্দ আর মিউজিক পিস- উনার পছন্দ হতে হবে। তার আগে গান শেষ হবে না। স্বাভাবিক, এই গানটি করতে গিয়েও আমারা খুব ভয়ে ভয়ে ছিলাম। পুরো গানের রেকর্ডিংয়ে উনি বসে ছিলেন। উনার সামনেই আমাদের গাইতে হয়েছে। এটা যে কত বড় চ্যালেঞ্জর এবং কতটা মজার- সেটা বলে বোঝানো যাবে না।’

‘একটি সিনেমার গল্প’তে অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশের পূর্ণিমা ও আরিফিন শুভ আর ভারতের প্রসেনজিৎ ও পাওলি দামের।

একজন পরিচালক, একজন নায়ক আর একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট উঠে আসবে ছবিটির গল্পে। যার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আলমগীর নিজেই।


মন্তব্য করুন