Select Page

আঁচলকে পেলেন ডিপজল

আঁচলকে পেলেন ডিপজল

৮টি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এর মধ্যে দুটি ছবির শুটিং নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘এক কোটি টাকা’।

প্রথমে রেসির নাম শোনা গেলেও এতে ডিপজলের নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল। ছবিটি নির্মাণ করছেন ছটকু আহমেদ।

আঁচলকে নেয়া প্রসঙ্গে ছটকু আহমেদ যুগান্তরকে বলেন, ‘ছবিটির জন্য আঁচলকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এতে তিনি ডিপজলের বিপরীতে অভিনয় করবেন। দু-একদিনের মধ্যে এ সিনেমার শুটিংয়ে আঁচল অংশ নিবেন।’

খুলনার খালিশপুরের মেয়ে আঁচল ‘ভুল’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘বেইলি রোড’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কী প্রেম দেখাইলা’,‘ফাদ’, ‘আজব’ ‘প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘আজব প্রেম’ ও ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘মেন্টাল’, ‘আড়াল’ প্রভৃতি সিনেমা মুক্তি পেয়েছে।


মন্তব্য করুন