Select Page

আইটেম গানে মৌসুমী হামিদ

আইটেম গানে মৌসুমী হামিদ

image_524_73502লাক্স সুপারস্টার মৌসুমী হামিদ এবার চলচ্চিত্রের আইটেম গানে নাচতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি বিপ্লব হায়দারের ‘ফিল মাই লাভ’ ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছে।

আইটেম গানের বিষয়বস্তু এবং আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগায় মৌসুমী সম্মত হয়েছেন বলে জানান।

পরিচালক জানান, আইটেম গানের কাজ আগামী মাসে শুরু হবে।

আইটেম গানটিতে কণ্ঠ দিবেন পারভেজ ও রাইসা।

এদিকে, ফিল মাই লাভ’ ছবির শুটিংও প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরেই এটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

নীল আকাশ প্রোডাকশনের ব্যানারে ‘ফিল মাই লাভ’ ছবিটি প্রযোজনা করছেন আবু বকর নাসির আকাশ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী নাগ। অতিথি চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা আমব্রিন।

মৌসুমী হামিদ অভিনীত প্রথম ছবি অনিমেষ আইচের ‘না মানুষ’। দীর্ঘ বিরতির পর ২৫ জুলাই থেকে আবারো এর শুটিং শুরু হবে বলে মৌসুমী জানিয়েছেন।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন