Select Page

আইরিনকে হেব্বি লাগছে

আইরিনকে হেব্বি লাগছে

Ayrin

রাজধানীর হোতাপাড়ায় ৬ জুন থেকে শুরু হয়েছে আইরিন অভিনীত সুস্ময় সুমন পরিচালিত ‘তোকে হেব্বি লাগছে’ চলচ্চিত্রের শুটিং। এ চলচ্চিত্রে আইরিন মেঘা চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন নবাগত নায়ক মেহমুদ।

চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। বর্তমানে এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন আইরিন।

এ প্রসঙ্গে তিনি যুগান্তরকে বলেন, ‘সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় নাম একটি বড় বিষয়। নাম অনেক ক্ষেত্রে দর্শককে আকর্ষণও করে থাকে। এ ছবির নামটি আমাকে বেশ আকর্ষিত করেছে। মূলত আমাকে ঘিরেই চলচ্চিত্রটির গল্প। কাজটি করে ভীষণ ভালো লাগছে। আশা করি আমার ক্যারিয়ারের জন্য অনেক ইতিবাচক একটি চলচ্চিত্র হবে এটি।’

১২ জুন পর্যন্ত এ চলচ্চিত্রের শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। এদিকে ২৯ মে মুক্তি পায় আইরিন অভিনীত আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্রটি।

আইরিন অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ ও এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’।


মন্তব্য করুন