Select Page

আইরিনের দশ

আইরিনের দশ

আইরিন-সুলতানা15

র‌্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে আসা আইরিন সুলতানার ধ্যান-জ্ঞান সবই এখন চলচ্চিত্র। সিনেমা হলে মুক্তি পেয়েছে একটি চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’। এ ছবির মাধ্যমে প্রশংসিত হয়েছেন আইরিন। টেলিভিশনে মুক্তি পেয়েছে ‘টাইম মেশিন’। হাতে আছে আরো ৮টি চলচ্চিত্র।

সম্প্রতি আইরিন শেষ করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।

চুক্তিবদ্ধ অন্য ছবিগুলো হলো ‘টার্গেট’, ‘এক পৃথিবী প্রেম’, ‘সেই তুমি’, ‘ভালবাসা প্রেম নয়’, ‘লুকোচুরি প্রেম, ‘ইউটার্ন’ ও ‘তোকে হেব্বি লাগছে’।

ক্যারিয়ারের দশম ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। ছবির নাম ‘লাভার বয়’। নির্মাণ করছেন গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। এখানে বাপ্পীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আইরিনকে। জুলাই থেকে এ ছবির শুটিং শুরু হবে।

 


মন্তব্য করুন