Select Page

আইরিন বাপ্পির লাভার বয়

আইরিন বাপ্পির লাভার বয়

unnamedনতুন একটি ছবিতে চুক্তি হলেন সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পী। এ ছবিতে হিরোইন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন র‌্যাম্প মডেল আইরিন। ছবিটির নাম লাভার বয়।

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালোনা করেছেন সোহানুর রহমান সোহান। এ ছবির মধ্যদিয়ে প্রথমবারের মত আইরিন-বাপ্পী এক সাথে অভিনয় করতে যাচ্ছেন।

ছবিটি সর্ম্পকে পরিচালোক সোহান বলেন, রোমান্টিক গল্পের ছবি এটি আমি সব সময় রোমান্টিক গল্পের ছবি বানাতে পছন্দ করি। তাই এটি একটি রোমান্টিক প্রেমের গল্প।

ছবির অন্য কাস্টিং এখনো ঠিক করা হয়নি বলে জানান পরিচালক। ছবিটির শুটিং শুরু হবে আগামী জুলাই থেকে।


মন্তব্য করুন