Select Page

‘আই ডোন্ট কেয়ার’-এ থাকছেন না নিপুণ

‘আই ডোন্ট কেয়ার’-এ থাকছেন না নিপুণ

80086_e7শেষ পর্যন্ত নিপুণববি একসঙ্গে কাজ করছেন না। মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে দু’বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণের সঙ্গে হালের সেনসেশন ববি’র একসঙ্গে কাজ করার কথা ছিল। প্রথমবার বিধায় পত্রপত্রিকায় গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশও হয়েছিল।

কিন্তু পরে জানা গেল, নিপুণ এ ছবিটি করছেন না।

ববি’র সঙ্গে নতুন একজন নায়িকাকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন মোহাম্মদ হোসেন। নায়ক থাকবেন বাপ্পি চৌধুরী ও নবাগত আবি। নিপুণ এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি আমার করা হচ্ছে না শিডিউলজনিত কারণে। আরও কিছু কারণ আছে যা আমার মধ্যেই রাখতে চাই।

পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, আমার ছবি থেকে নিপুণকে বাদ দেইনি। সে যদি না করে তবে এটা তার ব্যাপার। এ বিষয়ে আমি কোন কথা বলবো না, যা বলার নিপুণই বলবে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে আমি এ ছবির শুটিং শুরু করবো। নিপুণ যদি আমার ছবিতে অভিনয় না করে তাহলে আমি অন্য একজন নায়িকাকে নেবো। কাকে নেবো সে ক্ষেত্রেও বড় একটা চমক থাকবে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন