Select Page

আকরাম খানের সিনেমায় জয়ার থাকা-না থাকা

আকরাম খানের সিনেমায় জয়ার থাকা-না থাকা

হাসান আজিজুল হকের গল্প থেকে ‘খাঁচা’ নির্মাণ করে প্রশংসিত হন আকরাম খান। তার পরবর্তী ছবি ‘নকশিকাঁথার জমিন’। এটিও হাসান আজিজুল হকের গল্প থেকে নির্মিত হবে। শোনা যাচ্ছে, নায়িকা হবেন ‘খাঁচা’র জয়া আহসানই।

গল্পের মতোই প্রথম সিনেমাটির নাম ছিল ‘বিধবাদের কথা’। দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে বাংলাদেশেরই ইতিহাস তুলে ধরা হবে ছবিতে। তবে সরকারি অনুদান কমিটির আপত্তিতে পাল্টানো হলো নাম।

সৈয়দপুর আর মেহেরপুরে এর শুটিং হবে। আকরাম খানের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানায়, ‘নকশিকাঁথার জমিন’ ছবির চিত্রনাট্য পছন্দ করেছেন জয়া। তবে এখনো চুক্তি হয়নি। তবে তিনি সিনেমাটি করবেন বলে জানিয়েছেন। আগামী বছরের এপ্রিলে আমরা ছবির কাজ শুরু করব।’ যদি এক ফেসবুক পোস্টে বিষয়টি অস্বীকার করেন নির্মাতা।

রবিবার আকরাম লেখেন, “২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাসিকা ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিতব্য ‘নকশি কাঁথার জমিন’ নিয়ে কিছু অন লাইন পত্রিকা জয়া আহসান সহ আরো কিছু শিল্পীর নাম চলচ্চিত্রটির পাত্র পাত্রী হিশেবে উল্লেখ করেছেন। সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ‘নকশি কাঁথার জমিন’-এর কোন শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের একটি  স্বনামখ্যাত প্রতিষ্ঠান যারা গত কয়েক বছর ধরে দেশীয় সংস্কৃতির বিকাশ ও প্রসারে স্বার্থক ভাবে কাজ করে যাচ্ছেন, খুব শীঘ্রই নকশিকাঁথার জমিনের সাথে যুক্ত হচ্ছেন। সেই প্রতিষ্ঠানের ব্যানারই ‘নকশিকাঁথার জমিন’-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আনুষ্ঠানিকভাবে জানানো হবে চলচ্চিত্রের সাথে যুক্ত সকল শিল্পীর নাম। আপনাদের সবার শুভকামনা আশা করছি।”

এদিকে শোনা যাচ্ছে, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত হবে ‘নকশিকাঁথার জমিন’।


মন্তব্য করুন