Select Page

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘রোমিও ২০১৩’

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘রোমিও ২০১৩’

Romeo 2013০আগামীকাল ৭ জুন ঢাকাসহ সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রোমিও ২০১৩ ।
তিতাস কথাচিত্রের ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী, সারা জেরিন, বিপাশা, কাজী হায়াৎ, মিশা সওদাগর, ববি, নাসরিন প্রমুখ।
ছবির গান লিখেছেন কবির বকুলসুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, রূপম, প্রতীক হাসান, মীম, তানজিলা রুমা, সোহান ও রুমা। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমনআলী আকরাম শুভ

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন