Select Page

কিংবদন্তী অভিনেতা খলিলুল্লাহ খান আর নেই

কিংবদন্তী অভিনেতা খলিলুল্লাহ খান আর নেই

14093_bino-1বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা খলিল আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

অভিনেতা খলিল অনেকদিন ধরেই ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। এর আগে ২০১১ সালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন খলিল।

পহেলা ফেব্রুয়ারী ১৯৩৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে ‘সোনার কাজল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এর আগে তিনি মঞ্চে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে তিনি সুপরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র একই বৃত্তে (২০১৩) টাকার চেয়ে প্রেম বড় (২০১০) বাপ বড় না শ্বশুর বড় (২০১০) স্বামী স্ত্রীর ওয়াদা (২০০৯) তুমি কি সেই (২০০৯) ভালবাসার দুষমন (২০০৮) স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮) তোমাকে বউ বানাবো (২০০৮) স্বামীর সংসার (২০০৭) দাদীমা (২০০৬) চাচ্চু (২০০৬) ভণ্ড (১৯৯৮) দূর্জয় (১৯৯৬) এই ঘর এই সংসার (১৯৯৬) তোমাকে চাই (১৯৯৬) বীর পুরুষ (১৯৮৮) অবুঝ মন (১৯৭২) ইত্যাদি।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) পরিবার তার রুহের মাগফেরাত কামনা করছে।


মন্তব্য করুন