Select Page

আজ চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন

আজ চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন

moushumiআজ ৩রা নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ততা কমালেও লাখো দর্শকের হৃদয়ে স্থান নিয়ে আছেন। প্রিয়দর্শিনী এই চিত্রনায়িকার জন্মদিনে বাংলা মুভি ডেটাবেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা। 

চলচ্চিত্রে আগমনের আগেই মৌসুমী বিনোদন ম্যাগাজিনে মডেল হিসেবে উপস্থাপিত হন। পরিচালক সোহানুর রহমান সোহান সেই ছবি দেখেই তাকে চিত্রনায়িকা হিসেবে কাস্ট করার সিদ্ধান্ত নেন। মৌসুমীকে খুঁজে পাওয়ার এই গল্প পাওয়া যাবে বিএমডিবি-তে প্রকাশিত সোহানুর রহমান সোহানের সাক্ষাতকারে। উল্লেখ্য একই চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক সালমান শাহও তার ক্যারিয়ার শুরু করেন।

চলচ্চিত্রের তুলনায় টিভি পর্দায় নিয়মিত অভিনয় করছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আপাতত পুরোদস্তুর অভিনয় করতে চাই। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে অলস কাজ করতে হয়। মনে হচ্ছিল অভিনয়টা বোধহয় ভুলে যাব। তাই সেটিকে নিয়মিত রাখার জন্য নাটকে কাজ করছি।

মৌসুমী দুটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। শীঘ্রই তিনি তার তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন