Select Page

আট বছর পর জোড়া ছবিতে ফিরছেন শাকিব-মিম

আট বছর পর জোড়া ছবিতে ফিরছেন শাকিব-মিম

শাকিব খানের সঙ্গে নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন বিদ্যা সিনহা মিম। ছবি দুটির হলো- ‘আমি নেতা হবো’ এবং ‘মামলা হামলা ঝামেলা’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ। খবর জাগো নিউজ।

এর মাধ্যমে আট বছর পর জুটি বাঁধতে যাচ্ছেন এ দুই তারকা। তারা অভিনয় করেছিলেন জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে।

প্রযোজক মোহাম্মদ সেলিম খান বলেন, ‘আমি নেতা হবো’ ও ‘মামলা হামলা ঝামেলা’ দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি। সাইনিং মানিও দিয়েছি। দুই ছবিতে মিমের বিপরীতে শাকিব খান অভিনয় করবেন। এর মধ্যে ‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত। এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয় করার কথা ছিল নবাগত সুপ্তির। কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে।

সেলিম খান আরও বলেন, ‘কেউ কথা রাখে না’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। মিম অথবা বুবলি এই দু’জনের মধ্যে একজনকে নেয়া হবে। আর সুপ্তি থাকবেন।

মঙ্গলবার ‘আমি নেতা হবো’ ও ‘মামলা হামলা ঝামেলা’র মহরত ও শুটিং শুরু হওয়ায় কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। কারণ, ছবি দুটির মহরতে শীর্ষ স্থানীয় একজন রাজনৈতিক নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিল। তবে তিনি সিঙ্গাপুরে থাকায় তা আর হয়নি। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে শুটিং ও মরহত কোনোটাই শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেলিম খান। ২৮ অথবা ৩১ তারিখ, যেকোনো একদিন তিন ছবির মহরত হতে পারে। তিন ছবিতেই আরো অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares