Select Page

আতিকের সিনেমায় জয়ার হ্যাট্রিক

আতিকের সিনেমায় জয়ার হ্যাট্রিক

joya-ahsan

নুরুল আলম আতিকের প্রথম ছবি ‘ডুবসাঁতার’র নায়িকা ছিলেন জয়া আহসান। চলতি বছর যুক্ত হন সরকারি অনুদানের ‘লাল মোরগের ঝুঁটি’তে। ওই ছবি শেষ না হতেই আতিকের নতুন ছবি ‘পেয়ারার সুবাস’-এর নায়িকা হলেন জয়া।

শুধু তা-ই নয়, বৃহস্পতিবার ‘পেয়ারার সুবাস’র শুটিং শুরু হয়েছে। জয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান।

শুটিংয়ের আগে আতিক কালের কণ্ঠকে বলেন, ‘প্রথম দৃশ্যটার শুটিং করব রাস্তায়। সকাল থেকেই দলবল নিয়ে লোকেশন খুঁজছি। এখনো পছন্দ হয়নি।’

ছবির গল্প ও জয়া সম্পর্কে বলেন, ‘স্বপ্ন নিয়ে যারা শহরে আসে, তাদের নিয়েই গল্প। জয়া এখানে গ্রামের মেয়ে। এই চরিত্রে তাঁকেই দরকার ছিল।’

বাংলাদেশ ও ভারতে জয়া অভিনীত একাধিক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে।


মন্তব্য করুন