Select Page

আদম পরিবার নিয়ে ভিকি জাহেদের টিভি সিরিয়াল ‘চক্র’ এখন ওয়েব সিরিজ

আদম পরিবার নিয়ে ভিকি জাহেদের টিভি সিরিয়াল ‘চক্র’ এখন ওয়েব সিরিজ

১৬ বছর আগের ঘটনা। ময়মনসিংহের আদম পরিবার নামে পরিচিত একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। সেই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। কিন্তু নানা ঘটনায় ‘চক্র’ নামের কাজটি শেষ করতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ হয়। ততদিনে সেটি টিভি সিরিজ থেকে পরিণত হয়েছে ওয়েব সিরিজে।

‘চক্র’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু। ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘চক্র’ মুক্তি পাবে ১০ অক্টোবর।

জানা গেছে, ‘চক্র’ নামের ২০ পর্বের টিভি ধারাবাহিকটি সাকুল্যে ৮-১০ পর্বের সিরিজ হিসেবে আইস্ক্রিনে মুক্তি পাবে।

‘চক্র’ হতে যাচ্ছে তৌসিফ মাহবুবের প্রথম ওটিটি কনটেন্ট। তবে টিভি ধারাবাহিকটি ওটিটি কনটেন্ট হয়ে যাওয়ায় একটু দ্বিধায় আছেন অভিনেতা। তৌসিফ মাহবুব বলেন, ‘এটা ওটিটির কাজ ছিল না। ২০ পর্বের টিভি সিরিজ চক্রে অভিনয় করেছিলাম। দুই বছর আগে শুটিং করেছিলাম। এখন এটি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে।’

নির্মাতা ভিকি জাহেদ জানান, চক্রে সরাসরি ময়মনসিংহের আদম পরিবারের গল্প দেখানো হয়নি। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি হতভাগা পরিবারের গল্প বলার চেষ্টা করেছেন। স্পর্শকাতর গল্পের কারণে ধারাবাহিকটি সিরিজ হিসেবে মুক্তি দিচ্ছেন ওটিটিতে।

ভিকি জাহেদ জানান, শুরুতে চ্যানেল আইয়ে প্রচারের জন্য ‘চক্র’ বানানো হয়। পরে সিদ্ধান্ত নেন গল্পটা যেহেতু অন্য রকম, আরও পরিণত দর্শকদের এটি দেখার সুযোগ করে দেওয়া উচিত। তাই ওয়েব সিরিজটি ওটিটি মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

‘চক্র’ নিয়ে এক ফেসবুক পোস্টে ভিকি জাহেদ লেখেন, ‘গল্পটার বীজ বপন হয়েছিল বছর তিনেক আগে। শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান। এখন এই প্রোডাকশনের ফাইনাল কাট দেখলে, শরীর কেন যেন হঠাৎ করেই ভারী হয়ে যায়। ধরেই নিয়েছিলাম, হয়তো গল্পটা অভিশপ্ত এবং বাক্সবন্দী হয়ে থাকাটাই এর নিয়তি। কিন্তু অনেক দিন আটকে থাকার পর অবশেষে গল্পটা আপনাদের জন্য আসছে।’

পরিচালক বললেন, ‘প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য ১০ পর্ব রাখার চিন্তা আছে। তবে ২-১ পর্ব কমতেও পারে। এত দিন যত প্রোডাকশন করেছি, তার মধ্যে এটি সবচেয়ে অদ্ভুত একটা প্রোডাকশন। শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে। সামনে যে আরও কী হয়, কে জানে।’

উল্লেখ্য যে, আনুষ্ঠানিকভাবে ভিকি জাহেদ এখনো বড়পর্দার জন্য সিনেমা নির্মাণ করেননি। কিন্তু বছর দুই আগে ছোটপর্দার জন্য নির্মিত ‘কার্নিশ’ নামের একটি কনটেন্ট সিনেমা হলে মুক্তি দেয় আইস্ক্রিনের মূল প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।


Leave a reply