Select Page

‘আনন্দ অশ্রু’ শুরু

‘আনন্দ অশ্রু’ শুরু

সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে শিবলী সাদিক নির্মাণ করেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। একই নামে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করছেন নতুন আরেকটি সিনেমা। তবে এটি রিমেক হচ্ছে না। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সাইমন সাদিক-মাহিয়া মাহি।

রোববার মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দৃশ্যের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান সাইমন-মাহি। এতে তাদের ভিন্ন লুকে দেখা গিয়েছে বলে জানা যায়।

ছবিতে সাইমনকে দেখা যাবে বাউল ও কিছুটা ঠাণ্ডা মেজাজের চরিত্রে। আর এর উল্টোটাই হলেন মাহি। গ্রামের গেছো মেয়ে তিনি। কিছুটা বদরাগী। সারাক্ষণই সাইমনের পেছনে লেগে থাকেন।

এতে সাইমনের নাম ফরহাদ আর মাহিকে দেখা যাবে শিরিন চরিত্রে।

এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। সিনেমাটি মুক্তির আগে এ জুটিকে নিয়ে মানিক ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করছেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares