Select Page

আপনিও হতে পারেন ‘মাসুদ রানা’, কীভাবে?

আপনিও হতে পারেন ‘মাসুদ রানা’, কীভাবে?

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বড়পর্দায় ফিরছে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। আর এই আইকনিক চরিত্রে অভিনয় করবেন নবাগত মুখ। ইউনিলিভারের সৌজন্যে আয়োজন করছে চ্যানেল আই।

এই প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘কিছুদিন আগে জানিয়ে ছিলাম যে জাজ মাসুদ রানার প্রথম ৩টি গল্প নিয়ে ৩টি সিনেমা বানাচ্ছে ।

কিন্তু কে হবে মাসুদ রানা? সেই ২৭ বছরের ৫’ ১১” লম্বা, সুঠাম পেটানো শরীর, রোদে পোড়া তামাটে রং এর মাসুদ রানা ।

অনেকেই বিভিন্ন নায়কের কথা বলেছে। কিন্তু অনেকেই বলেছে, নতুন নায়ক নিতে। কাজী আনোয়ার হোসেন স্যার বর্তমানের নায়কদের (বাংলাদেশের) কারো মধ্যেই মাসুদ রানা কে দেখতে পান না।

তাই আমরা পরিকল্পনা করলাম, নতুন নায়ক নেওয়ার। আমরা কথা বললাম ইউনিলিভারের সাথে। তাদের জানালাম একটা রিয়েলিটি শো-এর মাধ্যমে আমরা মাসুদ রানাকে খুঁজে বের করতে চাচ্ছি। এবং এই মাসুদ রানা অবশ্যই বাংলাদেশের ছেলে হতে হবে।

ইউনিলিভার জানালো যে তারা ফেয়ার এন্ড লাভলি ম্যানস “কে হবে মাসুদ রানা” নামে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে, মাসুদ রানাকে খুঁজে বের করবে। সাথে মিডিয়া পার্টনার হলো চ্যানেল আই।

যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক বা বাংলাদেশী ভংশদ্ভুত কে কোন পুরুষ এতে আবেদন করতে পারবেন।’

আবেদন করার জন্য ক্লিক করুন।

জানা গেছে, সিরিজটির প্রথম তিন গল্পের স্বত্ত্ব ৫ বছরের জন্য পেয়েছে জাজ মাল্টিমিডিয়া। যার প্রথম ছবি হতে যাচ্ছে ‘ধ্বংস পাহাড়’।


মন্তব্য করুন