Select Page

আবারও আলোচনায় হ্যাপী

আবারও আলোচনায় হ্যাপী

‘এরা কী বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুতুর মতো ফেলে দেয়!’ – ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে চলচ্চিত্রে নায়িকাদের উদ্দেশ্য করে এই উক্তি করে ফের আলোচনায় এসেছেন নায়িকা হ্যাপী। এক হালিরও কম চলচ্চিত্রের এই নায়িকা ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচনায় এসেছিলেন। তারপরে চলচ্চিত্রকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মের দিকে ঝুঁকেছেন তিনি।

জানা গেছে, বর্তমানে হ্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন। ইসলামী নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করছেন। এমনকি নিজের সব ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন। সব সময় বোরকা পরে চলাফেরা করেন।

সম্প্রতি শোবিজ ও এ অঙ্গনের কাজ করাদের সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে লিখেন, বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি ‘অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা-গায়িকারা অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসেবে জাহান্নাম তো থাকছেই! এরা এত বোকা কেন হয়! এরা কী বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুতুর মতো ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কী হবে, কোনো হুঁশ আছে?’

‘সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কত রকম নোংরামি চলে তা তো সবার কম-বেশি জানা। আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়!’ এভাবেই তার পরিবর্তিত মানসিকতার প্রকাশ করেন হ্যাপী।

মিডিয়ার কর্মীদেরকে মিডিয়া-ফিল্ম থেকে বিদায় নিয়ে ফিরে আসার আহবান জানিয়ে হ্যাপী লিখেন, ‘আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাব কি না জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়তো আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন! যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো,  তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরা জগত তা তোমরা ভালোমতোই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ!


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares