Select Page

আবারও একসঙ্গে ডিপজল-শাকিব

আবারও একসঙ্গে ডিপজল-শাকিব

indexচলচ্চিত্রের দুই সুপারহিট নায়ক ডিপজলশাকিব খান সব মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে অভিনয় করার মানসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমন খবরই জানালো একটা পত্রিকা। বিষয়টিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে দেখছেন।

বর্তমানে ডিপজল অভিমানবশত: চলচ্চিত্র থেকে দূরে থাকলেও গত বছর দুয়েক আগেও ঈদে এই দুই তারকায় ছিল মূল প্রতিদ্বন্ধী। অথচ একসময় তাদের মধ্যে ছিলো অনেক হৃদ্যতা, ছিল মামা-ভাগ্নে সম্পর্ক। শুধু তাই নয়, ডিপজলের ঘরের ছবি দিয়ে শাকিব খান এতদূর আসতে পেরেছেন।

এই দুই তারকাকে রূপালী পর্দায় আবার এক করছেন দু’জনকে নিয়ে পরপর ৫টি সুপারহিট ছবির পরিচালক এফ আই মানিক। ছবিগুলো হলো ডিপজলের প্রযোজনায় ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ এবং ‘মায়ের হাতে বেহেশতের চাবি’।

ইতিমধ্যে, ডিপজল ও শাকিব খানকে সমান গুরুত্ব দিয়ে নতুন এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন  চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী। কোরবানি ঈদের আগেই শুরু হয়ে যাবে এই নতুন ছবির শুটিং। একটানা কাজের মধ্য দিয়ে শেষ হবে ডিপজলের প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটির।

সবার বিশ্বাস, ডিপজল-মানিক ও শাকিব খানের সমন্বয়ে চলচ্চিত্রের জন্য একটা আশাবাদের খবর বটে।

সুত্র: মানবজমিন


১ টি মন্তব্য

মন্তব্য করুন