Select Page

চলচ্চিত্র পরিবার দাবি তুলে ধরল

চলচ্চিত্র পরিবার দাবি তুলে ধরল

indexসম্প্রতি পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা বৈঠকে বসেছিলেন বিএফডিসি-র এমডি পীযুষ বন্দোপাধ্যায়ের সাথে। তারা মূল দাবি ভারতীয় চলচ্চিত্র আমদানির বিরোধিতাসহ চলচ্চিত্রের উন্নয়নে অন্যান্য প্রসঙ্গগুলো তুলে ধরেন। আরো জানা যায়, সমস্যাগুলো চিহ্নিতকরণসহ সমাধানের লক্ষ্যে আরেকটি সভা হতে যাচ্ছে।

মূলত: ভারতীয় ছবির আমদানির প্রসঙ্গকে কেন্দ্র করেই চলচ্চিত্র পরিবার এই বৈঠকে মিলিত হন। তারা চলচ্চিত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আশংকা প্রকাশ করেন। এফডিসি-র সংস্কার ও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। তারা সরকারের তরফ খেকে সমস্যার সমাধান আশা করেন।

পরিচালক সমিতির সাথে সংশ্লিট একজন পরিচালক জানান, এই বৈঠকে তারা তাদের দাবিগুলো বেশ জোরের সাথে তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে প্রধানটি ছিল ভারতীয় চলচ্চিত্র আমদানির বিরুদ্ধে। তারা এই বিষয়ে কোন ধরণের আপোষে যেতে রাজি না। তবে তিনি এই মুহুর্তে মিডিয়াকে বিস্তারিত জানাতে চান না।

তার মতে, তারা প্রাথমিকভাবে সফলভাবে তাদের দাবিগুলো তুলে ধরেছেন।

এদিকে বৈঠকে পীযুষ বন্দোপাধ্যায় আশ্বাস দেন, তিনি বিষয়গুলো ভেবে দেখবেন। একই সাথে তিনি তার কর্মকর্তাদের এফডিসি-র সমস্যাগুলো খতিয়ে দেখার কথা বলেন।

আগামীকাল তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।


১ টি মন্তব্য

  1. ” পীযুষ বন্দোপাধ্যায় আশ্বাস দেন, তিনি বিষয়গুলো ভেবে দেখবেন। ”

    এখন আর ভাবার সময় নেই, এটা ডিরেক্ট বাধা দেয়ার সময়, এখন নয় তো কখনোই নয়

মন্তব্য করুন