Select Page

আবারও ওমর সানী

আবারও ওমর সানী

522e23aa7ea3c-08দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন ওমর সানী।নতুন কয়েকটি ছবিতে কাজ করার মাধ্যমে তিনি পর্দায় ফিরছেন। এরমধ্যে একটি ছবির কাজ শেষ করেছেন।

তিনি জানান, এখন থেকে তিনি আবার নিয়মিত অভিনয় করবেন। এরই মধ্যে শেষ করেছেন ‘আমি তুমি সে’।

চুক্তিবদ্ধ হয়েছেন নতুন দুটি ছবির সঙ্গে—আহমেদ আলী মণ্ডল ও হারুনুর রশীদ পরিচালিত ‘প্রবাসী স্বপ্ন’ এবং সাইমন তারেকের ‘স্যরি’।  ‘প্রবাসী স্বপ্ন’র শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়।

স্যরি ছবিতে অভিনয় করবেন ওমর সানী ও মৌসুমী।

ওমর সানী বলেন, ‘আমি আবার চলচ্চিত্রে পুরোদমে কাজ করব। নিজেকে পুরোপুরি তৈরি করেছি। শরীরের ওজন কমিয়েছি ৩৯ কেজি। নিয়মিত ব্যায়াম করছি।’

ওমর সানী জানান, আরও কয়েকজন পরিচালকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আশা করছেন, শিগগিরই এগুলো চূড়ান্ত হবে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন