Select Page

আবারও তিশা

আবারও তিশা

nusrart imrose tisha

ঘোষণাটা পুরনো নয়। ‘অস্তিত্ব’ নির্মাণের শেষ পর্যায়ে এসে অনন্য মামুন জানান, শুভতিশাকে নিয়ে নতুন সিনেমা বানাবেন। এখনও পর্যন্ত তা বলাবলিতেই সীমাবদ্ধ আছে।

ভালোবাসা দিবসে বিষয়টি আবার জানালেন নির্মাতা। ফেসবুকে তিশার সঙ্গে দুটি সেলফি শেয়ার করেন অনন্য। একটির ক্যাপশনে লেখেন, ‘বন্ধুরা আসছি অতি শীঘ্রই “তোর নামে লিখেছি হৃদয়”-এর ঘোষণা নিয়ে| থাকছে অনেক চমক, সাথেই থাকুন…’

‘তোর নামে লিখেছি হৃদয়’র ঘোষণা দিয়ে ছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে। জানিয়েছিলেন নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু তার কোনো অগ্রগতি দেখা যায়নি।

tor name likesi hridoy

অনন্য পোস্ট করা ছবিতে আরও দেখা যায় মিশা সওদাগরকে। তিশা ও মিশা নতুন সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিনা এখনও জানাতে নারাজ এ নির্মাতা।

এ দিকে সপ্তাহখানেক আগে পরী মনির সঙ্গে তোলা সেলফি শেয়ার করেন অনন্য মামুন। তখন বলা হয়, পরীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণে যাচ্ছেন তিনি।


মন্তব্য করুন