Select Page

আবারও মোশাররফ-মৌসুমী জুটি

আবারও মোশাররফ-মৌসুমী জুটি

Capture

জালালের গল্প’ চলচ্চিত্রের পর ফের জুটিবদ্ধ হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমমৌসুমী হামিদ

সুমন আনোয়ারের ‘কয়লা’ সিনেমার জন্য তাদের নির্বাচন করা হয়েছে। তবে সিনেমাটির শুটিং এখনই শুরু হচ্ছে না। আপাতত সরকারি অনুদানের আশায় ছবিটির পাণ্ডুলিপি জমা পড়ে আছে তথ্য মন্ত্রণালয়ে।

অনুদানের বিষয়টি নিশ্চিত হলেই ‘কয়লা’র কাজ শুরু করা হবে। তবে অনুদানের আশায় দীর্ঘ অপেক্ষার পক্ষে নেই পরিচালক। তিনি যুগান্তরকে বলেন, ‘সরকারি অনুদানের আশায় তথ্য মন্ত্রণালয়ে ছবির গল্পটি জমা দিলেও খুব বেশিদিন এর জন্য অপেক্ষা করব না। আর অনুদান পাব কি পাব না, এ বিষয়েও নিশ্চিত নই। তাই অনুদান না পেলেও নিজের প্রথম সিনেমা নিজ পকেটের টাকা খরচ করেই নির্মাণ করব।’

সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।


মন্তব্য করুন