Select Page

আবারও মাহি-শিপন

আবারও মাহি-শিপন

1979590_308154922669879_224870172_nদ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন মাহিয়া মাহি ও শিপন মিত্র। ‘দেশা- দ্য লিডার’ ছবির পর তাদের দেখা যাবে সাফিউদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’ ছবিতে। এতে তাদের নতুন লুকে দেখা যাবে।

‘বিগ ব্রাদার’ ছবিতে মাহি দুর্ধর্ষ এক ডনের চরিত্রে অভিনয় করবেন। বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন শিপন।

সোমবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। অধিকাংশ দৃশ্যের শুটিং হবে ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে।

চলচ্চিত্রটির ৫টি গানের সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

এদিকে শিপন-মাহি জুটির প্রথম ছবি ‘দেশা- দ্য লিডার’-র কাজ শেষপর্যায়ে। ছবিটির পরিচালক সৈকত নাসির।

 


মন্তব্য করুন