Select Page

আবারও মিলন-ববি

আবারও মিলন-ববি

image_1796.pic-05ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী‘ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলনববি। ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল, বছরের হাতেগোণা ব্যবসা সফল ছবিগুলোর একটি।

সবকিছু ঠিকঠাক থাকলে আবারও তাদের জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবিতে।

গত শনিবার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মিলন ও ববি।

ছবির তালিকা হিসাব মতে দুজনেরই ‘ওয়ান ওয়ে’ ছবিটি পাঁচ নম্বর ছবি।

পরিচালক ইফতেখার চৌধুরী জানান, এই ছবির গল্প একেবারেই মৌলিক।

তিনি আশা করেন আগামী জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন