Select Page

আবারও শাকিব-জাজ বির্তক

আবারও শাকিব-জাজ বির্তক

image_51722বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী ঈদে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও  পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’।  আরো জানা যায়, মূল দুটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও মাহি।

কিন্তু এতো প্রচারণার পর বলা হচ্ছে শাকিব এতে মূল চরিত্রে নয়, অতিথি চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি শাকিবের বরাত দিয়ে একজন সংবাদমাধ্যম কর্মী তার লেখায় এটি দাবি করেন।

সেখানে শাকিবের একটি উদ্ধৃতিও দেয়া হয়- ‘আমি তার চলচ্চিত্রে একটি অতিথি চরিত্রে কাজ করে খানিক উপকার করতে গিয়েছিলাম। কিন্তু এখন ওরা ছবির মূল হিরো হিসেবে প্রচার করে আমার ক্যারিয়ারের বারোটা বাজাতে চাইছে। তবে কী উপকার করতে গিয়ে আমি দোষ করে ফেললাম নাকি?’

এই প্রসঙ্গে আবারও জাজ ও শাকিবের পুরাতন বিরোধের বিষয়টি আবার আলোচিত হচ্ছে।

এদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  ফেসবুকে এক পাঠক মন্তব্য করেন, শাকিব অতিথি চরিত্রেই যদি অভিনয় করেন, তবে ৪৫দিন ধরে কিসের শ্যুটিং করেছেন।

আপাতত এই প্রশ্নের না থাকলেও ভবিষ্যত নিশ্চয় এই রহস্যের জট খুলবে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন