Select Page

আবারও শুভ-পরীমণি

আবারও শুভ-পরীমণি

1422875788

গুঞ্জন উঠেছে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আরিফিন শুভপরীমণি। তারা প্রথমবার একসঙ্গে জুটি বেধেছেন একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন চিত্রে। সেটি প্রচার শুরু না হতেই শোনা গেল একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় দুই তারকা।

টাইগার মিডিয়া প্রযোজিত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘দরদিয়া’ ছবিতে তাদের দুজনকে দেখা যাবে।

তবে পরী মনির বিষয়ে অনুষ্ঠান ঘোষণা দেওয়া হলেও শুভ থাকছেন কিনা স্পষ্ট নয়। টাইগার মিডিয়া নিয়ন্ত্রিত একটি অনলাইনে দেখা গেছে পরী মনির হাতে সাইনিং মানি তুলে দেয়া হচ্ছে। তবে সেখানে শুভ সম্পর্কে কিছু বলা হয়নি।

অন্য কয়েকটি সংবাদ মাধ্যম জানায় ‌‘দরদিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো একই চলচ্চিত্রে কাজ করবেন এ জুটি। চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজসহ অনেকে।


মন্তব্য করুন