Select Page

আবারও শুভ-মাহি

আবারও শুভ-মাহি

shuvo-mahiii আরেফিন শুভমাহি জুটির প্রথম ছবি এখনো মুক্তি না পেলেও তারা খুবই আলোচনায় আছেন। ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ‘অগ্নি‘। তার আগে তারা আবারও জুটিবদ্ধ  হওয়ার ঘোষণা এলো। নতুন এই ছবির নাম ‘ওয়ার্নিং’।  এটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি।

নির্মাতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এরই মধ্যে শুভ, মাহি আর মিশা সওদাগরের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিটির শুটিং শুরু হবে আগস্ট মাসে। ‘ওয়ার্নিং’ ছবির গল্প একজন অপহরণকারীকে নিয়ে। একের পর এক অপহরণ করে যাচ্ছে, কিন্তু কেউ তার কিছুই করতে পারছে না। অপহরণকারীর চরিত্রে অভিনয় করবেন শুভ। আর ছবিতে মাহি অভিনয় করবেন টিভি রিপোর্টারের চরিত্রে। সংঘর্ষের এক পর্যায়ে দুজনার প্রেম হয়ে যায়।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু


মন্তব্য করুন