আবারও সেন্সরে ডিপজল-দিতি
২০০৯ সালে সেন্সর বোর্ডে জমা পড়লেও ছাড়পত্র পায়নি মনোয়ার হোসেন ডিপজল ও দিতি অভিনীত ‘এদেশ তোমার আমার’। কিছু সংশোধনের পর আবারও ছাড়পত্রের জন্য প্রস্তুত হচ্ছে এফআই মানিকের সিনেমাটি।
এ প্রসঙ্গে মানিক এনটিভি অনলাইনকে বলেন, “‘এদেশ তোমার আমার’ ছবিটি চলতি মাসেই সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ছবিটি ৩৫ মিলিমিটারে শুটিং করা হয়েছিল। ট্রান্সফার করে ডিজিটাল করা হচ্ছে। এর আগে ২০০৯ সালে সেন্সর কর্তৃপক্ষ কিছু কারেকশন দিয়েছিল, যা সংশোধন করা হয়েছে।”
গল্পের পরিবর্তন সম্পর্কে বলেন, ‘ছবির গল্পে আছে যে একদল ছেলেমেয়ের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তারা সমাজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের কিছু অ্যাকশন দৃশ্য ছিল ছবিতে। সেসব দৃশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে— এমন অভিযোগ আনা হয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে। আমি মূল গল্প ঠিক রেখে বিষয়গুলো ঠিক করেছি।’
সিনেমাটিতে ডিপজল পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেটের চরিত্রে অভিনয় করেছেন দিতি। তাদের পরিবারকে কেন্দ্র করেই ছবির গল্প এগিয়েছে।
মানিক জানান, সিনেমাটির প্রযোজকও ডিপজল। এতোদিন ব্যক্তিগত ব্যবসায় ব্যস্ত ছিলেন, চলচ্চিত্রে সময় দিতে পারছিলেন না। তবে এবার ফিরছেন পুরনো সিনেমাগুলো নিয়ে।