Select Page

আবারও সোহান-শাকিব-অপু

আবারও সোহান-শাকিব-অপু

1

শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এর পর সোহান-শাকিব অনেক সিনেমায় জুটি বাধেন। তবে গত কয়েকবছরে সোহানের ছবিতে দেখা যায়নি শাকিবকে।

এবার আবারও সোহানের সিনেমায় ফিরছেন শাকিব। সঙ্গে আছেন অপু বিশ্বাস। অ্যাকশন ঘরানার এই ছবির নাম ‘টাইগার’।

নতুন সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘চলচ্চিত্র দর্শকদের কাছে শাকিব-অপু’র আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আর এ কারণেই টাইগার ছবিতে এই জুটিকে নতুনভাবে উপস্থাপন করা হবে।’

তবে এখনো বাকি শিল্পীদের নাম চূড়ান্ত হয়নি।


মন্তব্য করুন