Select Page

আবারো ইতিহাসে ডুব দেয়ার ঘোষণা দীপংকর দীপনের

আবারো ইতিহাসে ডুব দেয়ার ঘোষণা দীপংকর দীপনের

ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ও অন্তর্জাল। দীপংকর দীপনের মুক্তি পাওয়া তিন সিনেমাই থ্রিলারধর্মী ও সরকারি সংস্থার আনকূল্যে নির্মিত। এবার নতুন ছবিতে সমসাময়িক ঘটনা নয়, ইতিহাসে ডুব মারছেন তিনি। যদিও এর আগে ঐতিহাসিক গল্পের সিনেমার ঘোষণা দিয়ে মাঠে নামতে পারেননি।

আইএ নির্মিত কনসেপ্ট লুক ও দীপংকর দীপন

গতকাল বুধবার (১ নভেম্বর) নতুন ছবির ঘোষণা দিলেন দীপন। যার ওয়ার্কিং টাইটেল ‘সিনেমাস ০৪’।

এই মুহূর্তে গবেষণা ও চিত্রনাট্য প্রস্তুতের পর্বে রয়েছেন দীপন। তিনি বললেন, ‘এটাকে হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার কিংবা হিস্টোরিক্যাল কিলিং মিশন বেজড সাসপেন্স থ্রিলার বলা যেতে পারে, যা সংঘটিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একইসঙ্গে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা। এই বীরত্বকথন বাংলাদেশের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এটা হবে ভীষণ জরুরি পপুলার ঘরানার সিনেমা।’

দীপন জানান, ঘটনাটি শতবর্ষ পুরোনো হলেও এর মূল শেকড় ২৫০ বছর আগের। তাই দীর্ঘ ইতিহাস নিয়ে গবেষণা করতে হচ্ছে তাকে। তবে নির্মাতা বললেন, ‘আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি। আরেকটু গুছিয়ে নিয়ে বাকিটা বলবো। আপাতত ডুবে আছি গবেষণায়। যদিও সিনেমাটি ইতিহাসের ভারাক্রান্ত হবে না, খুব গতিশীল থ্রিলারই হবে। তার জন্য কায়দা করতে হবে না, ঘটনাটা এমন যে ঠিকমতো বলতে পারলই সেটা ভীষণ গতিশীল ও গ্রিপিং হবে।’

তিনি তার চতুর্থ ছবিতে পাক্কা অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতে চান। কারণ হিসেবে বলেন, এটা খুবই অভিনয়নির্ভর একটা গল্প। এখানে ভিজ্যুয়াল এফেক্টবা ভিএফএক্সের বালাই নেই। যার কারণে পরীক্ষিত অভিনয়শিল্পীদের প্রধান্য দিব। তার মানে এ না যে একদমই নতুন কাউকে নিব না।

তিনি আরও যুক্ত করেন, ‘এ ছবির চরিত্রগুলোর চেহারা খুবই মাটির কাছাকাছি। এরা সারাদিন আপনার আমার সঙ্গে অতি সাধারণভাবে মিশবে। অথচ মূলত গুপ্ত ঘাতকের চেহারা। আমি ইতিহাসকে ঠকাতে চাই না। হ্যাঁ, ফিকশন হবে। তবে ইতিহাসের মূল দর্শনকে নষ্ট না করে। এ ছবিটি মুক্তি পেলে এ ভূখন্ডের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।’

দীপন জানান, ‘সিনেমাস ০৪’ তার চতুর্থ ছবি হওয়ার কথা ছিল না। তিনি জানান, অন্য আরেকটি ছবি রোজার ঈদকে টার্গেট করে তার বানানোর কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করে এটি বানাচ্ছেন।

বছর কয়েক আগে নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়াকে নিয়ে সাইফাই-ধর্মী ‘ঢাকা ২০৪০’ নামের সিনেমার শুটিং করলেও পুরোপুরি শেষ করতে পারিননি দীপন। এছাড়া মুক্তিযুদ্ধের আকাশযুদ্ধ নিয়ে ‘আকাশ যোদ্ধা’ নামের সিনেমার ঘোষণা দিয়েছিলেন বেশ আগে। গত বছর সিনেমাটি প্রযোজক হিসেবে পেয়েছে এফডিসিকে। তবে সেই টাকা পর্যাপ্ত না হওয়ায় এখনো কাজ শুরু করা যায়নি।


মন্তব্য করুন