Select Page

আবারো নাটকে পপি

আবারো নাটকে পপি

ঈদুল ফিতর উপলক্ষে নাটক নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। নাটকের নাম ঠিক হয়নি এখনো। তবে চূড়ান্ত হয়েছে এর শিল্পী। এতে অভিনয় করবেন ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। তার বিপরীতে হাসান জাহাঙ্গীর নিজেই অভিনয় করবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাটকটি নিয়ে হাসান ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তার নাটকে আগেও অভিনয় করেছি। তার লেখা গল্পে একটা সিনেমাটিক ব্যাপার থাকে। ফলে অভিনয় করতে দারুণ লাগে। আপাতত প্রাথমিক আলাপ হয়েছে। সব ঠিক থাকলে এবার ঈদের এ নাটকটিতে দেখা যেতে পারে আমাকে।’

এতে পপি ছাড়াও আরও কিছু নতুন চমক থাকবে বলেও জানিয়েছেন নির্মাতা। যা এখনই বলছেন না। চূড়ান্ত হওয়ার পরই সবাইকে জানাবেন বলে জানিয়েছেন হাসান জাহাঙ্গীর। এদিকে পপি অভিনীত ‘সোনাবন্ধু’ নামের একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন