Select Page

আবারো মান্না (টিজার)

আবারো মান্না (টিজার)

প্রয়াত মান্নার দুই-একটি সিনেমা বড়পর্দায় মুক্তি পায়নি। সেগুলো মুক্তিরও সম্ভাবনা নেই। এবার মালেক আফসারীর নতুন সিনেমায় তাকে দেখা যাবে।

গুণী এ নির্মাতা মান্নার এক ভক্তের কাহিনী বলেছেন। সে সূত্রে জুড়ে দিয়েছেন পুরনো সিনেমার ফুটেজ ও মান্নার মরদেহের ছবি। ৫ এপ্রিল প্রকাশিত ‘অন্তর জ্বালা’র দ্বিতীয় টিজারে এমনটা দেখা গেল।

‘অন্তর জ্বালা’ ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরী মনি। নায়ক মান্নার ভীষণ ভক্ত এক খেটেখাওয়া তরুণের চরিত্রে ছবিটিতে অভিনয় করেছেন জায়েদ খান। মান্নাকে ঘিরে তার ভালো লাগা ও কষ্টের চিত্র তুলে ধরা হবে ছবিতে। এরই এক ঝলক দেখা গেলো টিজারে। মান্না-পূর্ণিমা অভিনীত একটি গানের কিছু অংশ ছাড়াও টিজারে জায়েদের মুখে শোনা গেলো একটি সংলাপ, ‘আমার নায়ক মান্না মইরা গেছে?’

নাসির উদ্দিন প্রযোজিত ও জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’য় আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

২৩ মার্চ প্রকাশ হয় ‘অন্তর জ্বালা’র প্রথম টিজার। ওই ভিডিওটি বেশ আলোচনা তুলে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares