Select Page

আবারো মান্না (টিজার)

আবারো মান্না (টিজার)

প্রয়াত মান্নার দুই-একটি সিনেমা বড়পর্দায় মুক্তি পায়নি। সেগুলো মুক্তিরও সম্ভাবনা নেই। এবার মালেক আফসারীর নতুন সিনেমায় তাকে দেখা যাবে।

গুণী এ নির্মাতা মান্নার এক ভক্তের কাহিনী বলেছেন। সে সূত্রে জুড়ে দিয়েছেন পুরনো সিনেমার ফুটেজ ও মান্নার মরদেহের ছবি। ৫ এপ্রিল প্রকাশিত ‘অন্তর জ্বালা’র দ্বিতীয় টিজারে এমনটা দেখা গেল।

‘অন্তর জ্বালা’ ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরী মনি। নায়ক মান্নার ভীষণ ভক্ত এক খেটেখাওয়া তরুণের চরিত্রে ছবিটিতে অভিনয় করেছেন জায়েদ খান। মান্নাকে ঘিরে তার ভালো লাগা ও কষ্টের চিত্র তুলে ধরা হবে ছবিতে। এরই এক ঝলক দেখা গেলো টিজারে। মান্না-পূর্ণিমা অভিনীত একটি গানের কিছু অংশ ছাড়াও টিজারে জায়েদের মুখে শোনা গেলো একটি সংলাপ, ‘আমার নায়ক মান্না মইরা গেছে?’

নাসির উদ্দিন প্রযোজিত ও জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’য় আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

২৩ মার্চ প্রকাশ হয় ‘অন্তর জ্বালা’র প্রথম টিজার। ওই ভিডিওটি বেশ আলোচনা তুলে। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি।


মন্তব্য করুন